ক্রt নং |
সেবার নাম
|
প্রয়োজনীয় সর্বোচ্চ সময়(ঘন্টা/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্থান |
ফি/চার্জেস(টাকা জমা দানেরকোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখসহ) |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,বাংলাদেশে কোড,জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা/যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে (নাম, কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল) |
1 |
জেলা ও উপজেলার জনগণের অভিযোগ, অনুযোগ সংক্রান্ত প্রাপ্ত আবেদনের উপর কার্যক্রম গ্রহণ |
গ্রহণের সাথে সাথেই জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করা হয় এবং ১ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পৌছে দেয়া হয় |
বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করা হয় |
1.www.narayanganj.gov.bd 2. জেলা ই-সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেস্ক) 3. তথ্য ও অভিযোগ শাখা, কক্ষ নং-১০৩,জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ |
প্রযোজ্য নয় |
রুবাইয়াৎ ফেরদৌসী সহকারী কমিশনার মোবাইল: ০১৭১৭৪৪৯৯১১ ই-মেইল- rftuhin30@ gmail.com |
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭ ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd অথবা জেলা প্রশাসক ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd ফোন: ৭৬৪৬৬৪৪ |
২ |
তথ্য অধিকার আইন, ২০০৯ এর মতে চাহিত তথ্যাদির উপর কার্যক্রম গ্রহণ |
একক ইউনিটের ক্ষেত্রে অনধিক ২০ কার্যদিবস এবং একাধিক ইউনিটের ক্ষেত্রে অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করা হয়। |
নির্ধারিত ফরম-ক/ সাদা কাগজ/ই-মেইলএর মাধ্যমে আবেদন করতে হবে |
ঐ |
১. লিখিত কোন ডকুমেন্টের কপি সরবরাহের জন্য -প্রতি পৃষ্ঠা ২/ টাকা করে ২. ক.ডিস্ক,সিডি ইত্যাদি আবেদনকারী কর্তৃক সরবরাহ হলে- সে ক্ষেত্রে বিনা মূল্যে খ. তথ্য সরবরাহকারী কর্তৃক ডিস্ক,সিডি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে -উহার প্রকৃত মূল্য। ৩. কোন আইন বা সরকারী বিধান বা নির্দেশনা অনুযায়ী কাউকে সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে- বিনামূল্যে। |
মোছাঃ ফারহানা আফসানা চৌধুরী তথ্য প্রদানকারী কর্মকর্তা মোবাইল: ০১৬৭৭৭২৯৮৬৯ ই-মেইল-fachydu@ gmail.com |
জেলা প্রশাসক ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd ফোন: ৭৬৪৬৬৪৪ |
3 |
জেলা প্রশাসক মহোদয় কর্তৃক সপ্তাহের প্রতি বুধবার গণশুনানী কার্যক্রম গ্রহণ করা হয়। |
শুনানী গ্রহণের সাথে সাথে সাথেই জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
রুবাইয়াৎ ফেরদৌসী সহকারী কমিশনার মোবাইল: ০১৭১৭৪৪৯৯১১ ই-মেইল- rftuhin30@ gmail.com |
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭ ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd অথবা জেলা প্রশাসক ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd ফোন: ৭৬৪৬৬৪৪ |
0
অভিযোগের প্রকৃতি অনুযায়ী তথ্য অনুসন্ধ্যানের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। |
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের আলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮ এর আলোকে জনসাধারণের চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করা হয়। |
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস