Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তথ্য ও অভিযোগ শাখা , নারায়ণগঞ্জ
নাগরিক সেবা

ক্রt নং

সেবার নাম

 

 

 

 

 

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়(ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয়

কাগজপত্র

প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্থান

ফি/চার্জেস(টাকা জমা দানেরকোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখসহ)

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,বাংলাদেশে কোড,জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা/যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে (নাম, কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন/মোবইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল)

1

জেলা ও উপজেলার জনগণের অভিযোগ, অনুযোগ সংক্রান্ত প্রাপ্ত আবেদনের উপর কার্যক্রম গ্রহণ

গ্রহণের সাথে সাথেই জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করা হয় এবং ১ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পৌছে দেয়া হয়

বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করা হয়

1.www.narayanganj.gov.bd

2. জেলা ই-সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেস্ক)

3. তথ্য ও অভিযোগ শাখা, কক্ষ নং-১০৩,জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ

   প্রযোজ্য নয়

রুবাইয়াৎ ফেরদৌসী

সহকারী কমিশনার

মোবাইল: ০১৭১৭৪৪৯৯১১

ই-মেইল- rftuhin30@ gmail.com

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭

ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd

অথবা জেলা প্রশাসক

ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd

ফোন: ৭৬৪৬৬৪৪

তথ্য অধিকার আইন, ২০০৯ এর মতে চাহিত তথ্যাদির উপর কার্যক্রম গ্রহণ

একক ইউনিটের ক্ষেত্রে অনধিক ২০ কার্যদিবস এবং একাধিক ইউনিটের ক্ষেত্রে অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করা হয়।

নির্ধারিত ফরম-ক/ সাদা কাগজ/ই-মেইলএর মাধ্যমে আবেদন করতে হবে

১.  লিখিত কোন ডকুমেন্টের কপি সরবরাহের জন্য -প্রতি পৃষ্ঠা ২/ টাকা করে

২. ক.ডিস্ক,সিডি ইত্যাদি আবেদনকারী কর্তৃক সরবরাহ হলে- সে ক্ষেত্রে বিনা মূল্যে

  খ. তথ্য সরবরাহকারী কর্তৃক ডিস্ক,সিডি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে -উহার প্রকৃত মূল্য।

৩. কোন আইন বা সরকারী বিধান বা নির্দেশনা

অনুযায়ী কাউকে সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে- বিনামূল্যে।

মোছাঃ ফারহানা আফসানা চৌধুরী

তথ্য প্রদানকারী কর্মকর্তা

মোবাইল: ০১৬৭৭৭২৯৮৬৯

ই-মেইল-fachydu@ gmail.com

জেলা প্রশাসক

ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd

ফোন: ৭৬৪৬৬৪৪

3

জেলা প্রশাসক মহোদয় কর্তৃক সপ্তাহের প্রতি বুধবার গণশুনানী কার্যক্রম গ্রহণ করা হয়। 

শুনানী গ্রহণের সাথে সাথে সাথেই জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন।

   প্রযোজ্য নয়

   প্রযোজ্য নয়

   প্রযোজ্য নয়

রুবাইয়াৎ ফেরদৌসী

সহকারী কমিশনার

মোবাইল: ০১৭১৭৪৪৯৯১১

ই-মেইল- rftuhin30@ gmail.com

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফোন: ৭৬৪৬৭৩৭

ই-মেইল-adcgnarayanganj@mopa.gov.bd

অথবা জেলা প্রশাসক

ই-মেইল-dcnarayanganj@mopa.gov.bd

ফোন: ৭৬৪৬৬৪৪


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
অভিযোগের প্রকৃতি অনুযায়ী তথ্য অনুসন্ধ্যানের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। 
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের আলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 
তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮ এর আলোকে জনসাধারণের চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করা হয়।

যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।


অন্যান্য

0


শাখার ফর্মসমূহ
ভারপ্রাপ্ত কর্মকর্তা